Covid Updates: কিশোরভারতীর পর যুবভারতী এখন কোভিড হাসপাতাল, রয়েছে ২২৩টি বেড, মিলবে অক্সিজেনও

Continues below advertisement

কিশোর ভারতীর পর এবার সল্টলেক স্টেডিয়াম। রাজ্যের করোনা (Covid) রোগীদের জন্য বেডের সংকট মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। সল্টলেক আমরি হাসপাতালের সহায়তায় সল্টলেক স্টেডিয়ামে তৈরি হল ২২৩ বেডের কোভিড হাসপাতাল। এর মধ্যে ২১০টি জেনারেল বেড। রয়েছে ১৪টি ডরমেটরি। প্রতিটিতে ১৫টি করে বেড থাকছে। পাইপলাইনের মাধ্যমে সেগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram