Debanjan Deb Update: ‘ষড়যন্ত্র-অপরাধে সাহায্য’, গ্রেফতার ভুয়ো আইএএসের দেহরক্ষী

Continues below advertisement

গ্রেফতার ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) দেহরক্ষী অরবিন্দ বৈদ্য ((Arabinda Baidya)। সোনারপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। চারদিন ধরে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী। ষড়যন্ত্র ও অপরাধে সাহায্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। লালবাজারের (Lalbazar) তদন্তকারীদের সন্দেহ, ‘অরবিন্দ বৈদ্য দেবাঞ্জনের বেআইনি কাজের বিষয়ে জানতেন, বেআইনি কাজে অংশও নিতেন তিনি।‘

এদিকে, উল্টোডাঙা উড়ালপুলের (Ultadanga Flyover) কংক্রিটের দেওয়ালে ফাটল। একাধিক পিলারে ফাটল ধরেছে। উড়ালপুল বন্ধ রেখে মেরামতি শুরু করেছে কেএমডিএ (KMDA)। কেএমডিএ সূত্রে খবর, আপাতত শনিবার (Saturday) পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইওভারের ওপর যান চলাচল। সম্প্রতি উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করেন কেএমডিএ-র আধিকারিকরা। তখনই নজরে আসে ফাটল। ২০১৩ সাল, আচমকাই ভেঙে পড়ে উল্টোডাঙা উড়ালপুলের ঠিক মাঝের অংশটি। পরে উড়ালপুলের ক্ষতিগ্রস্ত অংশকে মজবুত করার জন্য স্তম্ভের দু’পাশে দুটি লোহার বিম লাগানো হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর উড়ালপুলে ফের যান চলাচল শুরু হয়। ২০১৯ সালে ফের উড়ালপুলে ফাটল দেখা যায়। ফের মেরামতি হয়। তারপর দু’বছরও কাটল না। আবারও ফাটল ধরল ফ্লাইওভারে। কেএমডিএ সূত্রে খবর, শনিবার পর্যন্ত চলবে মেরামতির কাজ। তারপর অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram