Bengal Top Stories: নারদ মামলার সিবিআই আইনজীবীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু , আক্রমণে কুণাল
আজ শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামাফিক রাজ্য সরকারের (State Government) লিখে দেওয়া ভাষণ কি পড়বেন রাজ্যপাল (Governor)? নাকি ভাষণের বিশেষ অংশ বাদ দেবেন? এই নিয়ে তুঙ্গে জল্পনা। ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের রাজভবন যোগের অভিযোগে সরব তৃণমূল (TMC)। একটি ছবি দেখিয়ে তৃণমূলের অভিযোগ, ওই দেহরক্ষীর মাধ্যমে বিশেষ ব্যক্তিদের কাছে খাম ও উপহার পাঠানো হত। এনিয়ে তদন্ত চেয়েছে তৃণমূল। মিথ্যা কথা, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তিনটি বেসরকারি ব্যঙ্কে ধৃত দেবাঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) নথি চাইল লালবাজার। প্রতারণাচক্রে কেউ যুক্ত কি না, বেসরকারি ব্যঙ্কের তরফেও শুরু অন্তর্তদন্ত। জৈন হাওয়ালার ডায়রিতে জগদীপ ধনকড়ের নাম, টাকা নিয়েছেন তিন-চারটি ইনস্টলমেন্টে। এই জগদীপ ধনকড়ই কি রাজ্যপাল? প্রশ্ন তুলে তদন্তের দাবি তৃণমূলের। সারদার (Saradha Scam) লাল ডায়রির প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা বিজেপির (BJP)। তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিনই মারা গেলেন জৈন হাওয়ালাকাণ্ডের (Hawala Scandal) মাথা। এটা কি কাকতালীয়? রাজ্যপালের বরখাস্তের দাবি জানিয়ে মন্তব্য সুখেন্দু শেখরের। রাজভবন নয়, প্রতারক আছে পুরসভাতেই, পাল্টা সায়ন্তন। পঞ্জাবে (Punjab) জমি কেলেঙ্কারিতে জড়িত রাজ্যপাল জগদীপ ধনকড়, মহুয়া মৈত্রর বিস্ফোরক ট্যুইটকে হাতিয়ার করে আক্রমণ সুখেন্দু শেখর রায়ের। সারদাকর্তাকে ছবি বিক্রি নিয়েও তথ্য সামনে আনুন, পাল্টা তথাগত (Tathagata Roy)। দিল্লিতে (Delhi) অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক শুভেন্দুর (Suvendu Adhikari)। সাক্ষাৎ সলিসিটর জেনেরালের সঙ্গে। নারদার গ্রেফতারি থেকে বাঁচতে সাক্ষাৎ? প্রশ্ন কুণালের (Kunal Ghosh)। সারদায় জেল খেটেছিলেন, কটাক্ষ শুভেন্দুর। জেল এড়াচ্ছে, বন্দি হতে হবে, পাল্টা কুণাল। ইয়াস দুর্যোগের পর দুয়ারে ত্রাণ প্রকল্পে আবেদনের চূড়ান্ত তালিকা থেকে বাদ ৪৫ শতাংশ, আবেদন জমা পড়া ৩ লক্ষ ৮৮ হাজারের মধ্যে স্ক্রিনিংয়ের পর বাতিল ১ লক্ষ ৮৮ হাজার।