Debanjan Deb Update: 'কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত তাঁর তথ্যচিত্র', স্কুলে প্রিয়বন্ধুকে জানিয়েছিলেন দেবাঞ্জন
স্কুলে পড়ার সময় থেকেই মিথ্যে কথায় সিদ্ধহস্ত ছিলেন দেবাঞ্জন (Debanjan Deb)। প্রতারণাও চালাতেন ভুয়ো আইএএস (Fake IAS)। অভিযোগ দেবাঞ্জনের স্কুলের বেস্ট ফ্রেন্ডের। নামী চিত্র পরিচালকদের সহকারী। তথ্যচিত্রের জন্য পুরস্কৃত কান চলচ্চিত্র উৎসবে ( Cannes film festival )। বলতেন দেবাঞ্জন, দাবি স্কুলের বন্ধুর।
পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন (Fake Vaccination Camp) ডিসেম্বর মাসে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন। সে সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন, রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। দেবাঞ্জনের কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। তবে দেহরক্ষীকে রেখে দিলেও ২ মাস পর সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেন দেবাঞ্জন।
২০২০ সালের ডিসেম্বরে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন দেবাঞ্জন দেব। সেই সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। ২ মাস পর সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করেন দেবাঞ্জন। পুলিশ সূত্রে খবর, দেহরক্ষীকে রেখে দিয়েছিলেন তিনি।
এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গত বছর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ির লোক সে সময় জানতে পারেন, তিনি ভুয়ো আইএএস (IAS)। এমনকী দেবাঞ্জন ভুয়ো আইএএস সেজে বেশ কয়েক জায়গায় তল্লাশিও চালান। গতবছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ৬৫ হাজার টাকায় অফিস ভাড়া নেন তিনি। গতকাল রাতে দেবাঞ্জনকে নিয়ে তাঁর মাদুরদহর বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ি থেকে বেশ কিছু নথি, স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে ৩টি ডেবিট কার্ড ও ব্যাঙ্কের পাসবুক। দেবাঞ্জনের বাবা করোনায় আক্রান্ত বলেও সূত্রের খবর।