Fake IAS Update: গ্রেফতার দেবাঞ্জনের আরেক সহযোগী, আর কোথায় কোথায় ভুয়ো ক্যাম্প? জানতে জেরা
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Camp) দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী গ্রেফতার। ধৃতের নাম ইন্দ্রজিত্ সাউ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি দেবাঞ্জনের সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি, সিটি কলেজে (City College) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজক ছিলেন ইন্দ্রজিত্। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের ক্যাম্পে নিয়ে যান। গতকাল সেন্ট্রাল মেট্রো স্টেশনের (Central Metro Station) কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাঞ্জনের ওই সহযোগীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। আর কোথায় দেবাঞ্জন ভুয়ো ক্যাম্পের আয়োজন করেছিলেন, ইন্দ্রজিৎকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।
দেবাঞ্জন দেবের (Debanjan Deb) ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে কি দেওয়া হয়েছিল স্টেরয়েড ন্যাডিকোর্ট (Nadicort) ইঞ্জেকশন? হাইকোর্টে দেওয়া হলফনামায় রাজ্য সরকার জানাল, কোভিশিল্ডের নিচে অ্যামিকাসিনের স্টিকার পাওয়ার পাশাপাশি স্পুটনিক ভি-র (Sputnik V) স্টিকারের নিচে মিলেছে স্টেরয়েড ইঞ্জেকশনের স্টিকার। তবে ঠিক কী ধরনের তরল ব্যবহার করা হয়েছে, তা পরীক্ষা করা যায়নি। ফরেন্সিক রিপোর্টের (Forensic Report) অপেক্ষায় রয়েছে পুলিশ। স্টেরয়েড দেওয়া হয়ে থাকলে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত চিকিৎসকরা। ভুয়ো আইএএস, ভুয়ো নথি, ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প, ভুয়ো ভ্যাকসিন – দেবাঞ্জন দেবের কীর্তি নিয়ে তদন্ত যতই এগোচ্ছে ততই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য।