Ratan Tata Demise: সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য, দেওয়া হবে গার্ড অফ অনার
Continues below advertisement
বাণিজ্য নগরীতে শিল্পজগতে মহীরূহ পতন। ৮৬ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত রতন টাটা। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে শায়িত রয়েছে মরদেহ। বিকেল ৪টে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য। দেওয়া হবে গার্ড অফ অনার। কেন্দ্রের তরফে রতন টাটার শেষকৃত্যে যোগ দেবেন অমিত শা। থাকবেন সচিন তেণ্ডুলকরও। শিল্পপতি রতন টাটার প্রয়াণে একদিনের ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
আরও পড়ুন: Ratan Tata: 'আমাকে এভাবে মনে রাখার জন্য...' শেষ পোস্টে কী লিখেছিলেন রতন টাটা?
Continues below advertisement
Tags :
Tata Share Price Ratan Tata News Tata News Today Ratan Tata News Rip Ratan Tata Ratan Tata Nidhan Ratan Tata Funeral Ratan Tata Breaking News Ratan Tata Ki Maut Ratan Tata Latest News Ratan Tata Biography Ratan Naval Tata