Durga Puja: মেলেনি বায়না, শুনশান কুমোরটুলিতে নেই কাজের ব্যস্ততা
Continues below advertisement
দুর্গা পুজোয় আর বাকি ১০০ দিন। কিন্তু করোনা আবহে অব যেন ওলটপালট করে দিয়েছে সব কিছু। ব্যস্ততা নেই মণ্ডপ ও প্রতিমাশিল্পীদের। মহামারি দূর করে বাংলার ঘরে ঘরে আলো করে আসুন মা দুর্গা, এই প্রার্থনাই করছেন সকলে। অন্য বছরে স্নান যাত্রাতেই বুকিং হয়ে যায় প্রতিমা। কিন্তু এই বছর ছবিটা কিছুটা আলাদা। এখনও তেমন বরাত মেলেনি। এখন শেষ ভরসা রথযাত্রা। অন্যান্য বছর যেখানে এই সময় থাকে প্রচুর ব্যস্ততা, এখন সেই কুমোরটুলি যেন নিঃশব্দ। বায়না না আসার প্রায় থমকে রয়েছে প্রতিমা তৈরির কাজ। অনিশ্চয়তায় ভুগছে কুমোরটুলি। প্রতি বছর পুজোর আগে কুমোরটুলিতে কাজ করতে আসেন বিভিন্ন জেলার শ্রমিকরা। এই বছর কাজ না থাকায় দেখা মিলল না তাঁদেরও। কীভাবে সংসার চলবে, সেই আশঙ্কায় প্রতিমাশিল্পীরা।
Continues below advertisement
Tags :
Durga Puja Kolkata Corona ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Kumartuli Durga Pujo Kumortuli COVID Effect