Fake Call Centre: কলকাতায় 'ভুয়ো' কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার ১০| Bangla News

Continues below advertisement

ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস। কলকাতায় বসে বিদেশী নাগরকিদের প্রতারণার অভিযোগ। ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে কলকাতার পূর্ণচন্দ্র লেনে এই বাড়িতে হানা দেয় চারুমার্কেট থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, মাস ২ আগে এই বাড়ির তিনকতলায় ২টি ঘর ভাড়া নেওয়া হয়। কম্পিউটার সংক্রান্ত কাজকর্মের নামে ভাড়া নেওয়া হয়। মর্নিং ও নাইট, ২টি শিফটে কাজ হত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram