Fake CBI lawyer Update: সনাতনকাণ্ডে ‘বিজেপি যোগ’ খতিয়ে দেখতে তৎপর কলকাতা পুলিশ
সনাতনকাণ্ডে এবার বিজেপি (BJP) যোগ খতিয়ে দেখতে চাইছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, সনাতন রায়চৌধুরী সম্পর্কে তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হচ্ছে বিজেপিকে। তদন্তকারীরা জানতে চান, কাদের সঙ্গে সনাতনের যোগাযোগ ছিল। সনাতনের বিপুল আয়ের উৎস জানতে চান। জানা যাচ্ছে, সনাতন রায়চৌধুরীর কাছ থেকে একটি রশিদ পাওয়া গিয়েছিল, যাতে দেখা গিয়েছিল ২০১৪ সালে এই প্রতারক বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়েছিলেন। বেশ কিছুদিন তিনি প্রাথমিক সদস্যপদে ছিলেন। ফলে কার থেকে এই সদস্যপদ পেলেন, কার কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, কেন এরকম এক প্রতারককে প্রাথমিক সদস্যপদ দেওয়া হল ইত্যাদি খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশের দাবি, সিবিআই (CBI) ইতিমধ্যেই জানিয়েছে, সনাতন তাঁদের কৌঁসুলী নন। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে, সনাতনের ভুয়ো পরিচয় দেওয়ার উদ্দেশ্য কী ছিল, আর কোথায় তিনি প্রতারণার জাল ফেঁদেছিলেন।