Fake DSP: এবার ভুয়ো DSP! হোমগার্ডে চাকরির নামে ৩৫ লক্ষের প্রতারণা

Continues below advertisement

ভুয়ো আইএএস (IAS), ভুয়ো সিবিআই (CBI)-এর পর এবার ভুয়ো ডিএসপি (DSP) পরিচয়ে হোমগার্ডে (Home Guard) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। চাঁদনি চকের একটি হোটেলের সামনে টাকা লেনদেন হয় বলে জানা যাচ্ছে। গতকাল রাতে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৪। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনির বাসিন্দা সমরেশ মাহাতোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, নাম ভাঁড়িয়ে ডিএসপি পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্তরা। হাতিয়ে নেওয়া হয় ৩৫ লক্ষ টাকা। আস্থা অর্জনের জন্য জাল নিয়োগপত্র এবং খাকি টুপি ও বেল্ট দেওয়া হয় বলেও অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram