Fake IAS Debanjan Deb: দেবাঞ্জন ও তাঁর দুই সঙ্গীর ৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ, যুক্ত হল জামিন-অযোগ্য ধারা

Continues below advertisement

আজ আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হয় ভুয়ো আইএএস (Fake IAS) তথা ভুয়ো ভ্যাকসিনেশন (Fake Vaccination) কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব (Debanjan Deb) ও তাঁর দুই সঙ্গীকে। শুনানিতে সওয়াল-জবাবের শেষে দেবাঞ্জন-সহ তাঁর দুই সহযোগীকে ৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এর পাশাপাশি, দেবাঞ্জনের আইনজীবীর করা জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। অন্যদিকে, পুলিশের তরফে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জনের বিরুদ্ধে থাকা মামলায় আরও ৪টি ধারা যোগ করার আবেদন জানিয়েছে পুলিশ। আজ এই মর্মে আলিপুর আদালতে আবেদন করা হয়। এক ওষুধ বলে অন্য ওষুধ দেওয়া, সরকারি সম্পত্তি বিক্রিতে বাধাদান-সহ ৪টি ধারার জন্য আবেদন করা হয়েছে। এর মধ্যে একটি জামিন অযোগ্য ধারা রয়েছে। এই ধারা যুক্ত করার আবেদন মঞ্জুর করেছে আদালত। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, ‘নতুন নতুন তথ্য উঠে আসছে তদন্তে। তাই দেবাঞ্জনের হেফাজত প্রয়োজন। মনরোগ বিশেষজ্ঞের কাছে দেবাঞ্জনকে দেখানোর আবেদনও খারিজ হয়ে গেছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram