Fake IAS Vaccine Camp: করোনার নামে হাম-বিসিজির টিকা কসবার ক্যাম্পে! বিস্ফোরক দাবি পুরসভার ডেপুটি CMOH-এর

Continues below advertisement

কসবা প্রতারণা কাণ্ডে বিস্ফোরক দাবি করল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ডেপুটি সিএমওএইচ (CMOH) বলেন, "কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কেন্দ্রে দেওয়াই হয়নি কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন। কোনও ভায়ালেই ছিল না ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট। কোনও ভায়ালেই ছিল না ম্যানুফ্যাকচারিং ডেট। করোনার ভ্যাকিসিনের মতো দেখতে ভায়ালে ভ্য়াকসিনেশন। করোনার নামে সম্ভবত হাম কিংবা বিসিজির ভ্যাকসিনেশন।"

ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে আজ অতীন ঘোষ (Atin Ghosh) বলেন, "ভ্যাকসিন নিতে গেলে পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়। রেজিস্ট্রেশন করালে মোবাইলে মেসেজ আসে। মেসেজ না আসা সত্ত্বেও কেউ কোনও অভিযোগ করেননি। রেজিস্ট্রেশন না করিয়ে কীসের ভিত্তিতে ভ্যাকসিন নিলেন গ্রহীতারা? কেন্দ্র, রাজ্য, বেসরকারি হাসপাতাল ছাড়া কারও ভ্যাকসিন দেওয়ার অধিকার নেই। ভ্যাকসিন নিলেই কো-উইন অ্যাপে তার তথ্য চলে আসবে। পুরসভা ভ্যাকসিনেশন ক্যাম্প করার অনুমতি দেয় না। ভ্যাকসিন নিলেই অটো জেনারেটেড সিস্টেমে আপডেটেড হয়। এর বাইরে ভুয়ো ভ্যাকসিন দিলে সেই তথ্য পাওয়া যায় না। ভ্যাকসিনেশনের পর সার্টিফিকেট না পেলে পুরসভাকে অভিযোগ জানানো উচিত। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, রাজ্য সরকার থেকে পুরসভা, রাজ্য সরকার থেকে বেসরকারি ও সরকারি হাসপাতাগুলির বাইরে কোনও চতুর্থ ব্যক্তি নেই যারা ভ্যাকসিন দিতে পারে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram