Fake Recruitment: সরকারি চাকরির টোপ দিয়ে ৮ লক্ষ টাকার প্রতারণা, শ্যামনগরে গ্রেফতার ১
Continues below advertisement
সরকারি চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। শ্যামনগরে আইনের ছাত্রীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। জাল নিয়োগপত্রও দেন ওই অভিযুক্ত। অভিযুক্তের নাম মনোজ গোস্বামী। থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। অভিযোগ, মনোজ গোস্বামী বলেছিলেন তাঁর হাতে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে। অভিযুক্ত মনোজ গোস্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বউবাজার (Baubazar) থানার পুলিশ। তাঁকে আজ আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শিলিগুড়িতে (Siliguri) ভুয়ো পুলিশের (Fake Police) হদিশ। পুলিশ পরিচয় দিয়ে শিলিগুড়ির সাত মাইল এলাকা থেকে গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে ২ জন সিকিমের বাসিন্দা বলে জানা গেছে।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Fraud ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Shyamnagar Fraud Arrested Baubazar