Fake Vaccination Camp: হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই জানা যাবে ভ্যাকসিনেশন সেন্টারের তথ্য, ঘোষণা ফিরহাদ হাকিমের

Continues below advertisement

কলকাতায় (Kolkata) ভুয়ো ভ্যাকসিনেশন (Fake Vaccination) কাণ্ড নিয়ে বারবার বিরোধীদের বিশেষ করে বিজেপির কটাক্ষের শিকার হতে হচ্ছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজও সাংবাদিক বৈঠক করে দেবাঞ্জন দেব প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে আজ ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘ভ্যাকসিনেশন কেলেঙ্কারি বলে কিছু হয়নি। একজন ঠক চিটিংবাজ ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। এই রকম ঘটনা মুম্বাইতেও হয়েছে। কিন্তু কলকাতা কর্পোরেশন এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। কর্পোরেশনের অধীনে কোন কোন ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে তা জানার জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। এই নম্বরে নিজের ওয়ার্ড নম্বর মেসেজ করে পাঠালে সেখানে তাঁর কাছাকাছি ভ্যাকসিনেশন কেন্দ্রের নাম ও ঠিকানা দেওয়া হবে। তাছাড়া, কোন ভ্যাকসিনেশন সেন্টার আসল কিনা তাও জানা যাবে ওই নম্বরের মাধ্যমেই।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram