Fake Vaccination Camp Update: বদমেজাজি ছিলেন দেবাঞ্জন, ড্রেস কোড ঠিকঠাক না মানায় সংস্থার কর্মীকে মারধরের অভিযোগ

Continues below advertisement

শুধু প্রতারক নন। রীতিমতো বদমেজাজি ছিলেন দেবাঞ্জন দেব। তাঁর সংস্থার কর্মী শুভাশিস দাসের দাবি, গত বছর ডায়মন্ডহারবারে একটি অনুষ্ঠানে ড্রেস কোড ঠিকঠাক না মানায় তাঁকে বেধড়ক মারধর করে দেবাঞ্জন। ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে পারেননি। আমফানের সময় তাঁরা কাজ করেছিলেন বলে দাবি করেন দেবাঞ্জনের সংস্থার ওই কর্মী। 

দেবাঞ্জনের প্রতারণার ফাঁদ থেকে বাদ যাননি গৃহশিক্ষকও। গৃহশিক্ষককে প্রতারণার জালে ফাঁসিয়ে টাকা হাতানোর অভিযোগ। সিনেমায় অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণা করেছিলেন তিনি। গৃহশিক্ষকের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে। শিক্ষক দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কর্মরত। বিএসসি পড়াকালীন গৃহশিক্ষককে প্রতারণা। টলি পাড়ার কার্ড বানানোর নামে প্রতারণা। 

ভ্য়াকসিন প্রতারণাকাণ্ডে দেবাঞ্জন দেবের গাড়ি চালক মিঠুন দেবনাথের বয়ানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, ভোটার তালিকা নিয়ে কাজ চলত দেবাঞ্জনের অফিসে। এই নিয়ে কথা হত দেবাঞ্জন ও তাঁর সহযোগী শান্তনু মান্নার মধ্য়ে। কারও সঙ্গে কথা বলতে বাধা দিতেন। ধাপায় বদলি করে দেবেন বলেও দেবাঞ্জন হুমকি দিতেন। দেবাঞ্জন ছাড়ও কেএমসি লেখা গাড়িতে যাতায়াত করতেন তাঁর বান্ধবী।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram