Fake Vaccination Scam: করোনার মধ্যেই ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল, মহামারী আইনে গ্রেফতার

Continues below advertisement

পুলিশের অনুমতি ছাড়াই ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডে বিজেপির (BJP) কলকাতা পুরসভার অভিযান ঘিরে ধুন্ধুমার। রুট বদলে পুরসভার দিকে যাওয়ার চেষ্টা করলে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। এক মহিলা বিজেপি কর্মী আহত। মহামারী আইনে গ্রেফতার সায়ন্তন, অগ্নিমিত্রা পাল-সহ ৫৮ জন বিজেপির নেতা কর্মী। তাঁদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখান থেকে জামিনে ছাড়া পান বিজেপির নেতা-কর্মীরা। যদিও বিজেপির আজকের এই অভিযানে দেখা যায়নি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁকে। তাঁদের দু'জনের বাইরে থাকার দাবি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

সোমবার সকাল থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পুরসভার বিল্ডিং। আটকে দেওয়া হয় তিন দিকের রাস্তা। বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নির্মল চন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে কলকাতা কর্পোরেশনে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের তরফে অনুমতি ছিল না। এরই মধ্য়ে আচমকাই রুট বদলে চমক দেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের থেকে ডান দিকে গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এগোতে শুরু করে বিজেপির মিছিল। 

"মানুষের স্বার্থে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে বিজেপি। শান্তিপূর্ণ প্রতিবাদ, পুলিশ হিংসার আশ্রয় নিয়ে আটকে দিয়েছে। সরকারের এত ভয় কেন? পরিস্থিতির পরিবর্তন না হলে রাজ্যজুড়ে আন্দোলন করবে বিজেপি।" হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। "হারের পরেও গা জোয়ারি", কটাক্ষ পার্থর।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram