Fake Vaccination Scam: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বিজেপির পুরসভা অভিযানে 'না'

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বিজেপির পুরসভা অভিযানে অনুমতি দিল না পুলিশ। কাল বিজেপির (BJP) পুরসভা অভিযানের কর্মসূচি রয়েছে।  জোর করে কর্মসূচি পালন করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। বিপর্যয় মোকাবিলা আইনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দিল কলকাতা পুলিশ। 

রেড রোডে (Red Road) বাস দুর্ঘটনায় গ্রেফতার চালক (Bus Driver)। কামারহাটি (Kamarhati) থেকে গ্রেফতার অভিযুক্ত বাস চালক। জানা যাচ্ছে, ধৃত বাসচালকের বাড়ি গার্ডেনরিচে। দুর্ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। গতকাল রাত ১১টা নাগাদ কামারহাটি এলাকা থেকে ওই মিনিবাস চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘাতক বাসের নামে আগে ৮০টি মামলা (Case) রয়েছে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ওই বাস চালকের বিরুদ্ধেই রয়েছে ১০টি মামলা। পাশাপাশি ধৃত বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জ্বালানির ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। আজ আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। লিটারপ্রতি ৪১ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৪৫ পয়সা। বাড়ল ডিজেলের দামও। লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ২৭ পয়সা। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram