Fake Vaccination: ভুয়ো ভ্যাকসিনের আড়ালে আরও ১টি ইঞ্জেকশন!

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনের আড়ালে উঠে আসছে আরও ১টি ইঞ্জেকশন। ভুয়ো ভ্যাকসিন নিয়ে হাইকোর্টে রাজ্যের হলফনামায় উল্লেখ। অ্যামিক্যাসিন ছাড়াও আরও ১টি ইঞ্জেকশনের ভায়াল। ভায়ালের লাল ঢাকনা বদলে স্পুটনিকের বদলে অন্য় ইঞ্জেকশন। ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড (triamcinolone acetonide ) ইঞ্জেকশনের ভায়াল। তবে ভায়ালে ঠিক কী ছিল তা পরীক্ষা করা সম্ভব হয়নি। হাইকোর্ট দেওয়া হলফনামায় জানাল রাজ্য সরকার। এখনও ফরেন্সিলক রিপোর্ট আসেনি, জানাল কলকাতা পুলিশ। স্টেরয়েড হিসেবে ব্যবহার  ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড ইঞ্জেকশন। 

ভুয়ো ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), লাভলি মৈত্র, শান্তনু সেনের বয়ান রেকর্ড করা হয়েছে। বয়ান রেকর্ড করল কলকাতা পুলিশ। সাক্ষী হিসেবে ২ তৃণমূল (TMC) সাংসদ, ১ তৃণমূল বিধায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। "সিরাম (Serum Institute of India) ইন্সটিটিউট থেকে ভ্য়াকসিন নিতে মেল"।  এমনটা দাবি করে ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেব (Fake Vaccination Camp Scam)। তথ্য পেতে সিরাম ইন্সটিটিউটের জেনারেল ম্যানেজারকে সমন কলকাতা পুলিশের। একাধিক ভুয়ো ই-মেল আইডি তৈরি করেছিল দেবাঞ্জন দেব (Debanjan Deb)। সার্চ ইঞ্জিন গুগলের থেকেও তথ্য পেতে চায় তদন্তকারীরা। তথ্য পেতে গুগলকে চিঠি পাঠাল তদন্তকারীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram