Corona Vaccine: ভ্যাকসিনের দ্বিতীয় ডোজকে অগ্রাধিকার রাজ্যের, বরাদ্দ বাংলায় আসা মোট ভ্যাকসিনের ৫০%
পর্যাপ্ত ভ্যাকসিনের (Corona Vaccine) অভাব। দ্বিতীয় ডোজ (Second Dose) পাননি প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ। স্বাস্থ্যভবন জানিয়েছে, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন নিয়ে মোট ৮ লক্ষ ৪৩ হাজার ৮৪৭ জন দ্বিতীয় ডোজ পাননি। এই অবস্থায় স্বাস্থ্যভবন নির্দেশ দিয়েছে, এখন থেকে রাজ্যে যে পরিমাণ ভ্যাকসিন আসবে, তার ৫০ শতাংশ বরাদ্দ থাকবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ হিসাবে। এ নিয়ে পরিকল্পনা তৈরির জন্য প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতার পুর কমিশনার ও সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে। স্বাস্থ্যভবন জানিয়েছে, রাজ্যে কোভিশিল্ডের (Covishield) মোট দ্বিতীয় ডোজ বাকি রয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ জনের। অন্যদিকে কোভ্যাকসিনের ক্ষেত্রে তা ১ লক্ষ ৬৪ হাজার ১৬২। ১ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হবে ৩১ জুলাইয়ের মধ্যে। সব মিলিয়ে ৩১ জুলাই দ্বিতীয় ডোজ বকেয়া সংখ্যা দাঁড়াবে ৩৭ লক্ষ ৯৩ হাজার ৬৪০ জন।