Corona Vaccine: ভ্যাকসিনের দ্বিতীয় ডোজকে অগ্রাধিকার রাজ্যের, বরাদ্দ বাংলায় আসা মোট ভ্যাকসিনের ৫০%

Continues below advertisement

পর্যাপ্ত ভ্যাকসিনের (Corona Vaccine) অভাব। দ্বিতীয় ডোজ (Second Dose) পাননি প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ। স্বাস্থ্যভবন জানিয়েছে, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন নিয়ে মোট ৮ লক্ষ ৪৩ হাজার ৮৪৭ জন দ্বিতীয় ডোজ পাননি। এই অবস্থায় স্বাস্থ্যভবন নির্দেশ দিয়েছে, এখন থেকে রাজ্যে যে পরিমাণ ভ্যাকসিন আসবে, তার ৫০ শতাংশ বরাদ্দ থাকবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ হিসাবে। এ নিয়ে পরিকল্পনা তৈরির জন্য প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতার পুর কমিশনার ও সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে। স্বাস্থ্যভবন জানিয়েছে, রাজ্যে কোভিশিল্ডের (Covishield) মোট দ্বিতীয় ডোজ বাকি রয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ জনের। অন্যদিকে কোভ্যাকসিনের ক্ষেত্রে তা ১ লক্ষ ৬৪ হাজার ১৬২। ১ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হবে ৩১ জুলাইয়ের মধ্যে। সব মিলিয়ে ৩১ জুলাই দ্বিতীয় ডোজ বকেয়া সংখ্যা দাঁড়াবে ৩৭ লক্ষ ৯৩ হাজার ৬৪০ জন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram