Mucormycosis: বাঁকুড়ায় ঊর্ধ্বমুখী মিউকরমাইকোসিসে আক্রান্ত ও মৃতের গ্রাফ

Continues below advertisement

করোনা (Corona) সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ যখন নিম্নমুখী, তখন মিউকরমাইকোসিসে (Mucormycosis) আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজে (Bankura Medical College)। গত দু’মাসে ওই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের। করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই দেখা দিয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে মিউকরমাইকোসিস। ছত্রাকজনিত এই রোগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একের পর এক রোগীর সংখ্যা বাড়তে থাকায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত ২ মাসে ৩৭ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন সম্মিলনী মেডিক্যালে। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য দফতর (State Health Department) সূত্রের খবর, ১ জুলাই পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। এর মধ্যে প্রাণ গিয়েছে ১৭ জনের। শুধু বাঁকুড়া নয়, ঝাড়গ্রাম (Jhargram), দুই বর্ধমান ও পুরুলিয়া (Purulia) থেকে এই রোগে আক্রান্ত রোগী যেমন মিলেছে, তেমনই পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও (Jharkhand) একাধিক রোগী ভর্তি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram