Fire Crackers: 'সোনার পাথরবাটির মতোই দূষণহীন বাজি হয় না', কটাক্ষ সুভাষ দত্তের | Bangla News

Continues below advertisement

বাংলায় শুধু পরিবেশবান্ধব বাজি বিক্রি। অন্য সব ধরনের বাজির বিক্রি নিষিদ্ধ। দীপাবলিতে ২ ঘণ্টা ফাটানো যাবে বাজি। দীপাবলিতে রাত ৮-১০ ফাটানো যাবে বাজি। পাশাপাশি ছটপুজোয় সন্ধে ৬-৮ ফাটানো যাবে বাজি। বড়দিন, বর্ষবরণে ফাটানো যাবে ৩৫ মিনিট। রাত ১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত বাজি ফাটানো যাবে। জানাল পশ্চিবঙ্গ দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এপ্রসঙ্গে পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, "সোনার পাথর বাটি যেমন হয় না, তেমন শব্দদূষণ করবে না বা বায়ুদূষণ করবে না এমন বাজিও হয় না। পরিবেশবান্ধব বাজি তৈরির ফর্মুলা কী? কে তৈরি করবে? বিধিনিষেধ তো অনেকদিন থেকে রয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram