Illegal Call Centre: বেআইনি কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১৯

Continues below advertisement

কলকাতায় বেআইনি কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ উঠল। পার্ক স্ট্রিট, আলিপুর, একবালপুর, বেকবাগান, তিলজলায় অভিযান। তথ্য প্রযুক্তি আইনে 'বেআইনি' কলসেন্টার থেকে গ্রেফতার। কলকাতায় বসে অস্ট্রেলিয়ায় 'প্রতারণা', গ্রেফতার ১৯। বেআইনি কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ।  

বাস হাতেগোনা। অথচ যাত্রী হাজার হাজার। হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে বাস পেতে এদিন কালঘাম ছুটে যায় নিত্যযাত্রীদের। স্ট্যান্ডেই এত ভিড় হয় যে কোভিড বিধির দফারফা হয়ে যায়। বাধ্য হয়েই কেউ কেউ এদিন সাইকেল নিয়ে বের হন। বাস স্ট্য়ান্ডে থিকথিকে ভিড়। কিন্তু বাস কোথায়? দু'একটি বাস চললেও তাতে পাদানিতে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। কোভিড বিধি ভুলে প্রাণের ঝুঁকি নিয়ে গন্তব্যের দিকে এভাবেই এগোলেন নিত্যযাত্রীরা। হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে শুক্রবার দেখা গেল এমনই চূড়ান্ত হয়রানির ছবি। বৃহস্পতিবার ছুটির দিন থাকায় রাস্তায় লোক ছিল তুলনায় কম। শুক্রবার কাজের দিনে বেসরকারি বাস কার্যত না নামায় পথে বেরিয়ে যন্ত্রণা টের পান নিত্যযাত্রী। কেউ কেউ মাইলের পর মাইল হেঁটেও বাস পাননি। 

আজ ফের বাড়ল পেট্রোলের (Petrol) দাম। ১০০ টাকা ছুঁতে চলল পেট্রোল। লিটার প্রতি ৪০ পয়সা বেড়ে কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম ৯৯ টাকা ৪ পয়সা। তবে এই যাত্রায় ডিজেলের (Diesel) দাম বাড়েনি। লিটার প্রতি ৯২ টাকা ৩ পয়সাই রয়েছে ডিজেলের দাম। এইভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় পরিবহণ খরচ বাড়ছে। আর তার জেরেই মাছ, মাংস, সবজির বাজার আগুন। করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা যখন বিপন্ন, তখন এই লাগাতার দামবৃদ্ধির ফলে নাগরিকদের ওপর আর্থিক বোঝা পাহাড়প্রমাণ হয়ে উঠছে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram