KMC Election 2021: স্থগিতাদেশ নয়, রবিবারই কলকাতার পুরভোট, জানিয়ে দিল হাইকোর্ট। Bangla News

Continues below advertisement

রবিবারই কলকাতা পুরসভার (KMC Election) ভোট। ভোটের চারদিন আগে বুধবার পুরভোট মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)। বকেয়া পুরসভার ভোট নিয়ে পরিকল্পনার কথা রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) ২৩ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে আদালতে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির (BJP) করা মামলার শুনানি হবে আজ।

কলকাতা পুরভোটে স্থগিতাদেশ চেয়ে মামলা করে বিজেপি। সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একাধিক মামলা। সেইসব মামলা একত্র করে এদিন শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘যত দ্রুত সম্ভব এবং যত কম দফায় নির্বাচন করতে হবে।’

প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, সময় মতো মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোট করানো রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। কবে বকেয়া পুরসভাগুলির ভোট এবং কীভাবে নির্বাচনের পরিকল্পনা রয়েছে, তা ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতে জানাতে হবে। আদালতের রায়ের পর আর কোনও অনিশ্চয়তা থাকল না কলকাতা পুরভোটের।

এই প্রেক্ষিতে পুরভোট স্থগিতাদেশ চেয়ে আইনি লড়াই নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল। পাল্টা তৃণমূলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

বিজেপি পুরভোটে স্থগিতাদেশ চাইলেও, কলকাতা হাইকোর্ট তা খারিজ করেছে। এই প্রেক্ষাপটে পুরভোটে এজেন্ট নিয়ে এবার আইনি লড়াই শুরু করেছে গেরুয়া শিবির। আজ মামলার শুনানির হতে পারে।

এদিকে, কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিজেপির মামলার শুনানি ফের পিছিয়ে গেল হাইকোর্টে। আজ বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে হবে শুনানি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram