Cyclone Yaas : রাত পৌনে আটটা পর্যন্ত বন্ধ বিমানবন্দর, বাঁধা রয়েছে বিমানের চাকা

Continues below advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের জন্য সতর্কতা। সকাল সাড়ে ৮টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বিমান চলাচল বন্ধ। সকাল সোয়া ৮টা নাগাদ শেষ উড়ান রওনা দেয় বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। বিমানের চাকা বেঁধে রাখা হয়েছে। আগেই মেরামত করা হয়েছে হ্যাঙ্গার। রানওয়ে সংলগ্ন এলাকায় জল জমার সমস্যা মোকাবিলায় নিকাশি ব্যবস্থা উন্নত করা হয়েছে। অন্য রাজ্যে কানেক্টিং ফ্লাইট বন্ধ না হওয়ায় সমস্যায় পড়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে চলেছে ওড়িশার ধামড়া ও বালেশ্বরের মাঝে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বর বিমানবন্দর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram