Kolkata: কাজকর্মের ভাষা হবে হিন্দি, বিধানসভা ভোটের আগে প্রশ্নের মুখে কেন্দ্রীয় সংস্থা IACS র নতুন বিজ্ঞপ্তি

Continues below advertisement

বিধানসভা ভোটের আগে নতুন বিতর্ক। যাদবপুরের Indian Association for the Cultivation of Science-র বাইরে প্রতিবাদের ঝড়। বুধবার কেন্দ্রীয় সংস্থা IACS-র বাইরে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ নামে একটি সংগঠন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে নির্দেশ প্রত্যাহার করতে হবে। হিন্দি দিবসে এক ভাষা, এক রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছিলেন অমিত শাহ। তারপরই দেশজুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। এই প্রেক্ষিতেই নতুন বিতর্ক দানা বেঁধেছে Indian Association for the Cultivation of Science-র বিজ্ঞপ্তিতে। যেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানের চিঠিপত্রের ৫৫ শতাংশ হিন্দিতে লিখতে হবে, ফাইলপত্রের নোট নিতে হবে ৩৩ শতাংশ হিন্দিতে।  প্রতিষ্ঠানের গেটের বাইরে বিক্ষোভ। সুর নরম করে কর্তৃপক্ষ জানিয়েছে, হিন্দি হবে প্রশাসনিক কাজের ভাষা, গবেষণার ভাষা নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram