Kolkata Municipal Corporation Election: সারাদিন ধরে চলছে মিটিং, মিছিল, প্রচার, সুস্থ থাকতে কী খাচ্ছেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী অন্বেষা ভৌমিক? | Bangla News

Continues below advertisement

চড়ছে পুরভোটের পারদ৷ বামেদের নতুন মুখ অন্বেষা ভৌমিক এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ড থেকে। পড়াশোনা শেষ করেই রাজনীতিতে পা। দীর্ঘদিন ধরে সিপিএমের যুব সংগঠন DYFI-এর সঙ্গে যুক্ত। তারপর সরাসরি ভোটের ময়দানে নেমে পড়া। কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকায় নতুন মুখগুলির অন্যতম অন্বেষা ভৌমিক। এবার কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিএম (CPM)। সারাদিন ধরে চলছে মিটিং, মিছিল, প্রচার। তার মাঝে শরীরকে সুস্থ রাখতে নজর রাখতে হচ্ছে খাওয়া-দাওয়ার ওপর। সারাদিন ধরে চলছে মিটিং, মিছিল, প্রচার। তার মাঝে শরীরকে সুস্থ রাখতে নজর রাখতে হচ্ছে খাওয়া-দাওয়ার ওপর।  রুটি আর তরকারি দিয়েই সারেন প্রাতরাশ। মধ্যাহ্নভোজের ক্ষেত্রেও তেমন আহামরি কোনও চাহিদা নেই। মাছ, মাংস, ডিমের মধ্যে একটি হলেই খুশি অন্বেষা। তবে দই আর ফল খেতে খুব ভালবাসেন। নজর থাকে হালকা খাওয়ার ওপর। দুপুরে অন্বেষার মেনুতে সাধারণত থাকে ভাত, ডাল, বেগুন ভাজা, তরকারি, মাছ। করোনা আবহে রেড ভলান্টিয়ার্স হিসেবে ছুটে বেড়িয়েছেন শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্তে। এবার প্রার্থী হয়ে প্রচারের জন্য চষে ফেলতে হচ্ছে ওয়ার্ড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram