Kolkata Municipal Election: রবিবারই পুরভোট, প্রচারে ঝড় তুলছেন সব দলের প্রার্থীরা | Bangla News
কোথাও হেঁটে, কোথাও সভা করলেন প্রার্থীরা। কোথাও আবার প্রার্থীর প্রচারে সামিল হলেন হেভিওয়েট নেতারা। কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তারক সিংহ। আগের দু’বার জয়ী হয়েছেন। তৃতীয়বারের জন্য পুরভোটের লড়াইয়ে নেমেছেন। বুধবার বুড়ো শিবতলা, ঘোষপাড়ার বিভিন্ন এলাকায় দলের কর্মী সমর্থকদের নিয়ে ঘুরলেন তিনি।
কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অনুশ্রী চট্টোপাধ্যায়। আগেরবার এই ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত ঘোষ। এবার ওয়ার্ড মহিলা সংরক্ষিত। প্রার্থী করা হয়েছে অনুশ্রীকে। এদিন মেনকা সিনেমার কাছের রাস্তায় প্রচার করলেন তিনি।
কলকাতা পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী নন্দিতা রায়। এদিন সিপিএম প্রার্থীর সমর্থনে সন্তোষপুর লেক এলাকায় সভা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী দীপালি গোস্বামী। দলীয় প্রার্থীর সমর্থন যাদবপুর সুপার মার্কেটের এলাকায় সভা করেন সুজন চক্রবর্তী।