Kolkata Road Accident: রেড রোড দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বেপরোয়া গতিতে প্রাণ গেল এক বাইক আরোহীর

Continues below advertisement

বেপরোয়া গতি ফের প্রাণ কাড়ল কলকাতায়। দ্বিতীয় হুগলি সেতুতে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, রাত পৌনে এগারোটা নাগাদ হাওড়া থেকে এক্সাইডের দিকে আসছিল লরিটি। দ্রুত গতিতে আসার সময় পিছন থেকে ধাক্কা মারলে ছিটকে পড়েন বাইক আরোহী। দুর্ঘটনার তীব্রতায় টুকরো টুকরো হয়ে যায় তাঁর হেলমেট। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক লরিটি পলাতক। জানা যায়নি মৃতের পরিচয়।

এর আগে বৃহস্পতিবারই রেড রোডে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশকর্মীর। গত ২৪ তারিখ দ্বিতীয় হুগলি সেতু থেকে ফোর্ট উইলিয়ামের পাঁচিলের ওপর পড়ে যায় খিদিরপুরগামী একটি ট্যাঙ্কার। আহত হন ট্যাঙ্কার চালক ও খালাসি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram