LPG Price Hike: মধ্যবিত্তকে বিড়ম্বনায় ফেলে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Continues below advertisement

ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (Cooking Gas)। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। কলকাতায় (Kolkata) ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

এদিকে, ১০০ ছুঁইছুঁই পেট্রোল (Petrol)। ৯১ টাকা পার করেছে ডিজেল (Diesel)। জ্বালানির (Fuel) অগ্নিমূল্যের জেরে প্রায় ১৫ শতাংশ ভাড়া বেড়েছে অ্যাপ নির্ভর ক্যাবে (App Based Cab)। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ৫০ শতাংশ যাত্রী নিয়ে বৃহস্পতিবার থেকে ফের রাস্তায় ফিরছে সরকারি ও বেসরকারি বাস।  এই অবস্থায় বাসমালিকদের সংগঠনগুলি বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে। বাস মালিকদের সংগঠনগুলির দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। খরচ তুলতে না পেরে ক্ষতির মুখে পড়তে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram