Mainland China: ফিরছেন খাদ্যরসিকরা, করোনা বিধি মেনে ব্যস্ততা তুঙ্গে মেনল্যান্ড চায়নায়
Continues below advertisement
খাদ্যরসিকদের আনাগোনা শুরু হয়েছে হোটেল, রেস্তোরাঁয়। ভিড় বাড়ছে মেনল্যান্ড চায়নাতেও (Mainland China)। করোনা বিধি মেনে সেখানে চলছে রান্না থেকে খাবার পরিবেশন। ৩ হাজার ৩০০ কর্মীর ভ্যাকসিনেশনও হয়েছে বলে মেনল্যান্ড চায়নার কর্তৃপক্ষের দাবি। ইতিমধ্যে পুজোর স্পেশাল মেনুর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
রসনাতৃপ্তির অন্যতম ঠিকানা, মেনল্যান্ড চায়নাতেও বাড়ছে ভিড়। সেখানে রান্না থেকে পরিবেশন সবকিছুই হচ্ছে করোনা বিধি মেনে। সংস্থার ৩ হাজার ৩০০ কর্মীর ভ্যাকসিনেশনও হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কলকাতায় মেন ল্যান্ড চায়নার চারটি শাখাতেই ব্যস্ততা তুঙ্গে। পাশাপাশি, সল্টলেক সহ ৫ জায়গায় খোলা হয়েছে ক্লাউড কিচেন। যেখান থেকে খাবার ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Mainland China