Metro Service Resumes: ৫০% যাত্রী নিয়ে শুরু মেট্রো পরিষেবা, চড়া যাবে শুধু স্মার্ট কার্ডে
Continues below advertisement
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো (Kolkata Metro) পরিষেবা। এই পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্র। কার্যত লকডাউনে আজ থেকে যে সব ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মেট্রো (Metro) পরিষেবাও। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো। টোকেন-টিকিট নয়, স্মার্ট কার্ডে যাতায়াত।
এক যাত্রী বলেন, "মানুষের প্রয়োজনের জন্য ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। আগে একটি সিটে ছয়-সাত জন বসে গেছি। কিন্তু এখন খুব কমজন বসছি একটি সিটে। কারণ এখন প্রয়োজনটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই তুলনায় গাড়ি নেই।"
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Kolkata Metro ABP Ananda Bengali News ABP Ananda LIVE Ajker Khobor Bangla Khabar Bangla News Bengali News Metro Metro Service Resumes Metro In Kolkata 16 July News