NHRC Report On Post Poll violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট পেশ, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জাতীয় মানবাধিকার কমিশনের

Continues below advertisement

"পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। আছে শাসকের আইন।" ভোট পরবর্তী অশান্তির অভিযোগের প্রেক্ষিতে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এই ভাষাতেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করা হল জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission of India) রিপোর্টে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই (CBI) তদন্তের সুপারিশও করেছে কমিশন। এক কথায় বিস্ফোরক। ছত্রে ছত্রে রাজ্য সরকারের সমালোচনা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই রিপোর্ট জমা দেয় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। ভোট পরবর্তী অশান্তির প্রেক্ষিতে জেলায় জেলায় গিয়ে কমিটির সদস্যদের যে অভিজ্ঞতা হয়েছে তা নথিবদ্ধ করা হয়েছে নথিতে। এতে দাবি করা হয়েছে, এত হিংসাত্মক ঘটনার পরও ক্ষতিগ্রস্তদের প্রতি রাজ্য সরকারের চরম উদাসীনতা প্রতিফলিত হয়েছে। রিপোর্টে সরাসরি উল্লেখ করা হয়েছে প্রধান বিরোধী দলের সমর্থকদের ওপর প্রতিশোধমূলক হিংসা চালিয়েছে শাসকদল।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram