Firhad Hakim CBI: নারদ-মামলায় 'গ্রেফতার' দাবি ফিরহাদের, তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা, বিক্ষোভ
। আজ সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। এরপর গাড়িতে করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিমকে। বিনা নোটিসে তাঁকে গ্রেফতার করা হয়েছে, আদালতে মোকাবিলা হবে, দাবি ফিরহাদ হাকিমের। তাঁকে নিয়ে যাওয়ার সময়, বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে বাহিনীর বচসা শুরু হয়। প্রথমে রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। এরপর স্লোগান দিয়ে মন্ত্রীর বাড়ির সামনে পথ অবরোধ শুরু করেন তাঁরা। শেষে মন্ত্রীর অনুরোধে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এর পাশাপাশি, আজ সকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে আসা হয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কেও। সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। একইসঙ্গে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আজ আদালতে চার্জশিট পেশ করা হবে। খবর সিবিআই সূত্রে।