Narada Case Hearing: 'আপনারা কি চান, চার হেভিওয়েটের জামিন সংক্রান্ত মামলাও আমরা শুনব?', তুষার মেহতাকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের
নারদা মামলায় (Narada Scam) আজ কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে শুনানি। সিবিআইয়ের আর্জি খারিজ, নারদ মামলার শুনানি শুরু। ‘আগে আমাদের বিষয়টি বুঝে নিতে দিন’ মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের। ‘সিবিআই দফতরে জমায়েত করেছিলেন মুখ্যমন্ত্রী, সিবিআই দফতর লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। একইসঙ্গে আদালতে রাজ্যের কয়েকজন মন্ত্রী চলে গিয়েছিলেন। পরিকল্পিত ভাবে গ্রেফতারি এড়ানোর চেষ্টা হয়েছিল। ধৃতদের আদালতে পেশ এড়াতেই সবকিছু করা হয়’ হাইকোর্টে সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতার।
বিচারপতি সৌমেন সেন তুষার মেহতাকে প্রশ্ন করেন, ''আপনাদের সোমবারের আর্জিতে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী সহ অন্য নেতারা বাধা সৃষ্টি করছেন, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। তাই তো? আপনারা কি চান এই চারজন নিম্ন আদালতে যে জামিনের আবেদন করেছেন তাও আমরা শুনব? ''
উত্তরে তুষার মেহতা বলেন, 'যদি মামলা হাইকোর্টে স্থানান্তরের আবেদন হাইকোর্ট মঞ্জুর করে, তবে, আমাদের জামিনের শুনানিতে অসুবিধা নেই। ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছি। '
-----------------------------------------