Narada Case: সলিসিটর জেনারেলের অপসারণের দাবি, কাল রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

Continues below advertisement

প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতি। সলিসিটর জেনারেল তথা নারদ মামলায় সিবিআইয়ের (CBI) আইনজীবী তুষার মেহতার (Tushar Mehta) অপসারণ চেয়ে রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল (TMC)। সোমবার এবিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সলিসিটর জেনারেল তথা নারদ মামলায় সিবিআইয়ের (CBI) আইনজীবী  তুষার মেহতার নারদ স্টিং অপারেশনে যুক্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বৈঠকের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ট্যুইটে ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও (Abhishek Banerjee)। এই প্রেক্ষাপটে এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Mahua Moitra) ট্যুইটে বলেন, "নারদকাণ্ডে অভিযুক্ত গাড়িতে করে সলিসিটর জেনারেলের (যিনি আবার নারদ মামলায় সিবিআই-এর আইনজীবী) বাড়িতে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীরা তল্লাশি করে ভিতরে নিয়ে যান। ৩০ মিনিট পর বেরিয়ে আসেন। ওঁরা বলছেন, কিছু হয়নি।" আদালতের নথির সূত্র উল্লেখ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ট্যুইটে বলেছেন, "সারদা কর্তা সুদীপ্ত সেনের বয়ান। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রচুর টাকা নিয়েছেন। শুভেন্দু অধিকারীর সহযোগী যে রাখালের নাম করেছেন সুদীপ্ত সেন (বর্তমানে তিনি পুলিশ হেফাজতে)। পুলিশ, ইডি (ED) ও সিবিআইয়ের উচিত রাখালকে জিজ্ঞাসাবাদ করা। তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা। সবমিলিয়ে সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram