National Doctors' Day 2021: 'ভ্যাকসিনের দৌড়ে আমাদের যত দ্রুত সম্ভব ছুটতে হবে', মনে করেন কুণাল সরকার

Continues below advertisement

আজ চিকিৎসক দিবস (National Doctors’ Day)। করোনা সংক্রমণ, টিকাকরণ প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার (Dr. Kunal Sarkar) বলেন, “আমাদের আশা ছাড়লে চলবে না। যে যুদ্ধটা শুরু হয়েছে, আমরা সতর্ক না হওয়া পর্যন্ত সেই যুদ্ধটি চালিয়ে যেতে হবে। ভ্যাকসিনের (Corona Vaccination) দৌড়ে আমরা যতটা জোর দিয়ে ছুটতে পারি, ততটা আমাদের দৌড়তেই হবে। ভারতের ১০০ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে আমাদের ২০০ কোটি ভ্যাকসিনের প্রয়োজন হত। কিন্তু আমাদের দেশে দেওয়ার মতো ২০০ কোটি ভ্যাকসিন ডোজ পৃথিবীতে নেই। কিন্তু গত বছর অক্টোবর মাস নাগাদ যখন আমাদের ভ্যাকসিন নিয়ে অর্ডার দিয়ে দেওয়া উচিত ছিল, আমরা সেখানে কিছুটা ঢিলেমি করেছি। এর ফলে যা হল, যতটা ভ্যাকসিন ডোজ আমাদের পাওয়ার কথা ছিল, আমরা কিন্তু তা পাচ্ছি না।“ করোনা ভ্যাকসিনের আকাল প্রসঙ্গে চিকিৎসক সরকার বলেন, “কেন্দ্র যে ২১৬ কোটি ডোজের হিসাব দিয়েছে, তা কতটা কার্যকরী হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দিনে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া আমার কাছে অবাস্তব মনে হয়। তবুও যদি আমরা দিনে ৫০-৬০ লক্ষ ডোজ টিকা দিতে পারি, তবে অক্টোবরের কাছাকাছি গিয়ে প্রথম টার্গেটটি পূরণ হতে পারে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram