National Medical Agitation: বেতনবৃদ্ধির দাবিতে ন্যাশনাল মেডিক্যালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

Continues below advertisement

পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ। কর্মবিরতি চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের। হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। নিয়মিত বেতন ও বেতনবৃদ্ধির দাবি তোলা হয়েছে। পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। বেতনের বিষয়টি দেখে বেসরকারি সংস্থা। এমনই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 

টিউশন থেকে ফেরার পথে, কৃষ্ণনগরের ঘূর্ণিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার (Acid Attack) অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হামলা, দাবি ছাত্রীর পরিবারের। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীকে উত্যক্ত করছিল প্রতিবেশী যুবক। প্রেমের প্রস্তাবও দেয়। গতকাল টিউশন থেকে ফেরার পথে, ছাত্রীর পিছু নেয় ওই যুবক। একা পেয়ে মারধরও করে। ভয়ে এলাকার একটি ক্লাবে ঢুকে পড়ে ওই ছাত্রী। অভিযোগ, সেখানে ঢুকে ওই যুবক ছাত্রীর দিকে অ্যাসিড ছোড়ে। অ্যাসিড ছিটকে ছাত্রী ও ক্লাবঘরে উপস্থিত কয়েকজন আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram