Newtown Encounter: কালো হন্ডা অ্যাকর্ডের সূত্রই কি ধরিয়ে দিল জয়পালদের?

Continues below advertisement

দুই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর খুনের পর থেকেই জয়পাল ভুল্লার (Jaipal Bhullar) এবং তার সাগরেদদের খোঁজ 'অপারেশন জ্যাক' নামে একটি অপারেশন শুরু করে পঞ্জাব পুলিশ। গত ২৮ মে গ্বালিয়রের গোপন ডেরা থেকে জয়পাল গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। তাদের জেরা করে হদিশ মেলে ভরত কুমারের। সিসিটিভি (CCTV) ফুটেজের সূত্র ধরে হিরো হন্ডা অ্যাকর্ডের খোঁজ শুরু হয়। তত্ত্বতালাশ করে উঠে আসে পঞ্জাবের গ্যাংস্টারের গাড়ির কলকাতা কানেকশন।  


সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কালো হন্ডা অ্যাকর্ডের খোঁজ শুরু হয়। তত্ত্বতালাশ করে উঠে আসে পঞ্জাবের গ্যাংস্টারের গাড়ির কলকাতা কানেকশন! কারণ, এই কালো হন্ডা অ্যাকর্ডের রেজিস্ট্রেশন ছিল গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের এক সংস্থার নামে।এরই মধ্যে বুধবার সকালে পঞ্জাবের সম্বুর বর্ডার এলাকার রাজপুরায় গাড়ি-সহ ধরা পড়ে যায় ভরত। মাদক রাকেট চক্রের অন্যতম পাণ্ডা ভরতকে জেরা করে পঞ্জাব পুলিশ জানতে পারে,  জয়পালরা লুকিয়ে আছে কলকাতায়। নিউটাউনে সাপুরজি আবাসনের সুখবৃষ্টি বি ব্লকের ২০১ নম্বর ব্লকের সেই ফ্ল্যাটের তথ্যও উগরে দেয় ভরত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram