Online Fraud: ৮০০ টাকায় কেনা পোশাক ফেরত দিতে গিয়ে ’৬৫ হাজার টাকা উধাও’!

Continues below advertisement

অনলাইনে (Online) কেনা পোশাক ফেরাতে গিয়ে প্রতারণা। ৮০০ টাকার পোশাক ফেরাতে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ। ৬৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ। ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে উধাও ৬৫ হাজার টাকা! অভিযোগ, শপিং সাইটের টোল ফ্রি নম্বরে (Toll Free No.) ফোন করার পর তা ডাইভার্ট হয়ে যায়। অ্যাপ্রুভালের নাম করে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এরপরে প্রথমে ১৫ হাজার টাকা এবং পরের দফায় ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়। গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে প্রতারিত এই পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, পেট্রোলের (Petrol) মতো গ্যাসের (Cooking Gas) দামের জ্বালায় জেরবার গৃহস্থ। ভর্তুকি বা বাণিজ্যিক এলপিজি, গত ৬ মাসে হু হু করে দামবৃদ্ধি প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। কেউ কেউ খরচ বাঁচাতে গ্যাস ছেড়ে ইনডাকশনে রান্না করছেন। সেই উপায় কার্যত না থাকায় হোটেল মালিকরা পড়েছেন সমস্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram