Kolkata Petrol Price: ৯৮ ছুঁইছুঁই পেট্রোল, ৯১.১৫ ডিজেল! মূল্যবৃদ্ধির অশনি সংকেত দেখছে মধ্যবিত্ত

Continues below advertisement

ফের বাড়ল জ্বালানি তেলের দাম। কলকাতায় পেট্রোলের (Petrol Price) দাম একশ ছুঁইছুঁই। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। আজ কলকাতায় লিটার প্রতি ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৭ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ১৫ পয়সা। এর আগে গত কাল ও পরশু কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯৭.৩৮ টাকা, ডিজেলের দাম ছিল ৯১.০৮ টাকা। লাগাতার পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মাথায় হাত মধ্যবিত্তের। 

অন্যদিকে, করোনা আবহে এবারও ভক্তশূন্য পুরীর জগন্নাথদেবের স্নানযাত্রা। লাইভ সম্প্রচার হবে বিশ্বজুড়ে। যে সমস্ত সেবায়েতদের করোনা আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এবং যাঁদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে, তাঁরাই স্নানযাত্রায় অংশ নিতে পারবেন। গতকাল থেকেই সেজে উঠেছে পুরীর মন্দির। সকালে স্নানমণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব। ১২ জুলাই রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথদেবের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram