Belghoria Expressway: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু'ধারের অবৈধ নির্মাণ ভেঙে দিল পুলিশ

Continues below advertisement
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের (Belghoria Expressway) দু'ধারের অবৈধ নির্মাণ ভেঙে দিল পুলিশ। অবৈধ যে দোকানগুলো এতদিন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দু ধার ধরে ছিল,  দেখা যেত, সেগুলোকেই এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মূলত রাস্তা সম্প্রসারণের জন্যই পুলিশি অভিযান বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেট।
 
১০ দিন আগেই প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। এব্যাপারে একটি নোটিশও দেওয়া হয়েছিল যে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে যে অবৈধ নির্মাণ তা ভেঙে ফেলা হবে। ওখানকার অস্থায়ী দোকানদারদেরও জানানো হয়েছিল যাতে তারা তাঁদের দোকান গুটিয়ে ফেলেন ওখান থেকে। 
 
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানোর পরও দোকানগুলো চলছিলই। এরপরই সেই অবৈধ নির্মাণগুলো ভেঙে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এক্সপ্রেসওয়েতে কাজ হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের প্রক্রিয়া চলছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। তাই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য অফিশিয়ালদের উপস্থিতিতেই এই ভেঙে দেওয়ার কাজ শুরু হয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram