Posta Fire: পোস্তায় কাপড়ের গুদামে আগুন, এলাকায় চাঞ্চল্য । Bangla News
Continues below advertisement
রাতের শহরে জোড়া আগুন। রাত ১২টা নাগাদ পোস্তার শুকলাল জহুরি রোডে কাপড়ের গুদামে আগুন লাগে। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চারতলা বাড়ির নিচের গুদামটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে, রাত ১টা নাগাদ আহিরীটোলার মহর্ষি দেবেন্দ্র রোডে একটি চটের গুদামে ধোঁয়া আর আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দমকলের ৩টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।
Continues below advertisement
Tags :
ABP Ananda Fire ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Fire At Posta Posta Fire Posta Fire Update