SBIOA's Exhibition: গগনেন্দ্র প্রদর্শশালায় চলছে SBIOA-র সাংস্কৃতিক শাখা 'সৃজন'-র আলোকচিত্র প্রদর্শনী

Continues below advertisement

সাদা-কালো থেকে রঙিন, ক্যামেরার লেন্সে ধরা পড়েছে জীবনের নানা মুহূর্ত। প্রতি বছরের মতো এবারেও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন (State Bank of India Officers' Association) বা SBIOA-র সাংস্কৃতিক শাখা সৃজন। করোনার জন্য প্রদর্শনী হয়নি গত বছর, এবার আয়োজন করা হয়েছে ছোট করে। বুধবার থেকে গগনেন্দ্র প্রদর্শশালায় শুরু হয়েছে এই প্রদর্শনী।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram