Amit Bhatia Arrest: বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জামাইবাবু
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) জামাইবাবু। ধৃতের নাম অমিত ভাটিয়া। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। অভিযোগে বলা হয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গত ২ এপ্রিল বিয়ে করেন অমিত ভাটিয়া। বিয়ের ১০ দিনের মাথায় শুরু হয় নির্যাতন। খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বিরুদ্ধে অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। শুভশ্রীর দিদির অভিযোগের ভিত্তিতে গতকাল নিউটাউন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ।
৯১ বছর বয়সে দৌড় থামল মিলখা সিংহের (Milkha Singh)। করোনামুক্তির পরেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে গত গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ানের প্রয়াণে শোকের ছায়া। তাঁর প্রয়াণে অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় (Dola Banerjee) বলেন, "মিলখা সিংহ, পিটি ঊষার মতোন মানুষেরাই প্রমাণ করেছিলেন যে ভারতও ক্রীড়াক্ষেত্রে এগোতে পারে। ওঁর প্রয়াণে খুবই খারাপ লাগছে।" বিশিষ্ট এই ক্রীড়াবিদের প্রয়াণে অলিম্পিয়ান দীপা কর্মকার (Dipa Karmakar) বলেন, "ওঁদের কখনও ভুলতে পারব না। আমার কাছে উনি সবসময় জীবিত থাকবেন। আমি ওঁর সঙ্গে ২০১৯ সালে দেখা করার সুযোগ পেয়েছিলাম। খুব খারাপ লাগছে।"