Strand Road Fire: ঘটনাস্থলে পৌঁছে রেলের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর, অভিযোগ উড়িয়ে ট্যুইট পীযূষ গোয়েলের

Continues below advertisement

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের (Eastern Railways) অফিসে ভয়াবহ অগ্নিকান্ড (Fire), মৃত ৯জন। ঘটনাস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনার পরেও রেল কর্তৃপক্ষের কেউ আসেননি। তাঁর অভিযোগ, রেলের কাছে বিল্ডিংয়ের ম্যাপ চেয়েছিল দমকল কর্মীরা, কিন্তু তা দেওয়া হয়নি। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চান না বলেও জানালেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর এই অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিয়ে পরপর ৩টি টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel)। টুইটে তাঁর দাবি, রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছিলেন। রেলের জেনারেল ম্যানেজার সহ একাধিক কর্তারা রাজ্য সঙ্গে সহযোগিতা করছেন বলেও দাবি করেন তিনি। তদন্তের জন্য উচ্চপর্যায়ের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, আজ ঘটনার তদন্তে যাবে ফরেন্সিক টিম। ঘটনায় মামলা রুজু করছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram