Strand Road Fire: স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা মুখ্য়মন্ত্রীর
স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন। ১৩ তলা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ল নীচের দিকে। অফিস টাইমে স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন। ছড়িয়ে পড়ার আশঙ্কায় খালি করা হল আশেপাশের ভবন। বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল। দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী অনেকবার ফোন করে খোঁজ নিয়েছেন। সাত জনের মৃত্যু হয়েছে। দমকলের চার কর্মী, একজন আরপিএফ-এর (RPF), আর একজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আর একজনকে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "খুব ভয়াবহ দুর্ঘটনা। লিফট দিয়ে উঠতে গিয়েই সাতজনের মৃত্যু হয়েছে। মানুষের মৃত্যুর বিকল্প কিছু হয় না। তবু আমাদের সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের দিকে তাকিয়ে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও একটি করে সরকারি চাকরি দেওয়া হবে।"