Sukanta Majumder: কাটমানির অডিও ক্লিপের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদারের | Bangla News
পুরভোটে প্রার্থী করতে টাকা চাওয়ার অডিও ক্লিপে তোলপাড়। কাটমানি নিয়ে বিস্ফোরক হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা। "আমাকেই ফোন করেছিল বিজেপি (BJP) নেতা প্রীতম সরকার।" অডিও ক্লিপে কথোপকথনে দাবি হ্যামের রাজ্য সভাপতির। "পলিটিক্যাল ব্রোকারের বিষয়টা আসতেই নেতৃত্বকে জানাই। বিজেপির রাজ্য দফতরে গিয়ে গোটা বিষয়টি জানাই। তদন্ত হলে পুলিশকে সাহায্য় করব।" দাবি হ্যামের রাজ্য সভাপতির। এই ব্য়াপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রীতম সরকারের।
এই নিয়ে আজ সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন,"আজ প্রীতম সরকারের সঙ্গে দেখা হল। আগে হয়নি। যে কেউ যে কারও নামে বলতে পারে। লিগাল স্টেপ নেওয়া যায় কি না সেই বিষয় উকিলের সঙ্গে আলোচনা করতে হবে। যে অডিও ক্লিপটি পাওয়া গেছে সেটি সঠিক কি না সেটি আগে প্রমাণ হতে হবে। যার গলা পাওয়া যাচ্ছে সেটি সত্যিই সেই ব্য়ক্তির গলা কি না তাও প্রমাণিত হতে হবে। আমরা জেলা সভাপতিকে জানিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য।"