হরিদেবপুর ও সল্টলেকে পরপর ৩টি চুরি, দু’একদিনের মধ্যেই পুলিশের জালে অভিযুক্তরা

Continues below advertisement

দু’একদিনের মধ্যে ৩টি চুরির কিনারা করল হরিদেবপুর (Haridevpur) ও বিধাননগর (Bidhannagar) উত্তর থানার পুলিশ। কোথাও পুলিশ গোপন সোর্স মারফত অভিযুক্তর খোঁজ পেয়েছে। কোথাও আবার অভিযুক্তকে ধরিয়ে দিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। হরিদেবপুর, সল্টলেকের (Saltlake) তিনটি বাড়িতে চুরি। তদন্তে কোথাও পুলিশ নির্ভর করল আদি ও অকৃত্রিম গোপন সোর্সের ওপর, কোথাও আবার সাহায্য নিল সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোন ট্র্যাক করার আধুনিক পদ্ধতির। কিনারা হল তিনটি চুরির ঘটনারই। গ্রেফতার তিন অভিযুক্তও। হরিদেবপুরের কবরডাঙার বাগানপাড়া এলাকায় প্রসেনজিত সিংহের বাড়িতে বৃহস্পতিবার চুরি হয়। পুলিশ সূত্রে খবর, বাড়ির লোকেরা দোতলার ছাদে মিস্ত্রির কাজ দেখতে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে একতলার ঘর থেকে চুরি যায় নগদ ছাড়াও সোনার গয়না ও মোবাইল ফোন। তদন্তে নেমে হরিদেবপুর থানার পুলিশ গোপন সোর্স মারফত খবর পেয়ে শুক্রবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা থেকে অভিযুক্ত শিবশঙ্কর রাজবরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram