WB Corona New Guidelines: 'দু'সপ্তাহের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে দিনে ৩০-৪০ লক্ষ টিকাকরণ না হলে পরিস্থিতির উন্নতি হবে না', দাবি চিকিৎসক কুণাল সরকারের
আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস এবং মেট্রো। বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট। জরুরি ভিত্তিতে কেউ এলে ১৪ দিন থাকতে হবে কোয়ারিন্টিনে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) এ প্রসঙ্গে বলেন, "যখন আমাদের সমস্যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে ছাপিয়ে যায় তখন আমরা এমন কিছু করতে বধ্যপরিকর এবং বাধ্য হই যা সংক্রমণের শৃঙ্খলকে ভাঙতে পারে। তাতে করোনা একেবারে চলে না গেলেও এই বেসামাল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যাবে। তবে ভ্যাকসিনের আকাল দেশজুড়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, নীতি আয়োগ কমিশন ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে নিয়ে গেছেন। তবে এই সাময়িক ব্যবস্থায় সাময়িকভাবে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে। কিন্তু সপ্তাহ দুয়েকের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে যদি আমরা দিনে ৩০-৪০ লক্ষ ভ্যাকসিনেশন করতে না পারি তাহলে এই পরিস্থিতি চলতেই থাকবে।"