গুরুগ্রামে হানা দিয়েছে পঙ্গপাল, আতঙ্কে কাঁপছে দিল্লি
Continues below advertisement
পঙ্গপালের হানায় কাঁপছে রাজধানী দিল্লি । ইতি মধ্যে দিল্লির কাছে গরুগ্রামে হানা দিয়েছে পঙ্গপালের ঝাঁক। পতঙ্গবিদরা বলছেন ঝাঁঝের থেকে এসেছে পঙ্গপালের ঝাঁক। দিল্লি বিমানবন্দরে ওঠা নামার সময় পাইলটদের সতর্ক থাকার পরামর্শ দিলো এয়ার ট্রাফিক কন্ট্রোল।
Continues below advertisement